রাইজিংসিলেট- সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক এসিল্যান্ড এবং বর্তমানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। ভূমি প্রশাসনে তাঁর ইতিবাচক ও উদ্ভাবনী অবদান স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহসহ বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, কুলাউড়ায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনকালে শাহ জহুরুল হোসেন ভূমিসেবা ডিজিটালাইজেশন, জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়া, অনিয়ম রোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তাঁর এসব উদ্যোগ সিলেট বিভাগের ভূমি প্রশাসনে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় শাহ জহুরুল হোসেন বলেন, “এই অর্জন কেবল আমার নয়, ভূমিসেবার সঙ্গে যুক্ত সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার ফল।”