
সিলেট বিভাগের ১২টি থানার ঘোরা সৌখিনদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর মাঝপাড়ায় এলাকায় লন্ডন প্রবাসী লুলু মিয়া, জাহিদ আলী, লোকমান মিয়া, রুহুল মিয়া ও দুলাল মিয়ার আয়োজনে মিলন মেলা সবাই মিলত হন।
এসময় আয়োজকরা জানান, আগামী বছরের শুরুর দিকে আয়োজন করা হবে জমকালো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সিলেট বিভাগের ১২ থানা থেকে আসা নামকরা ঘোড়া ও জকিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বক্তারা বলেন, গ্রামীণ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজনের গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রতিযোগিতা শুধু বিনোদনই নয়, বরং প্রবাসীদের সাথে দেশের সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। তারা আরও বলেন, সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে।
আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকমান মিয়া, সুজা মিয়া, রফিকুল মিয়া, জুয়েল মিয়া, লোকমান মিয়া, আব্দুল হেকিম।
বক্তব্য রাখেন জুয়েল মিয়া, সুজা মিয়া, সপন মিয়া, দিলোয়ার হোসেন, সুনামগঞ্জ থানা ঘোড়া কমিটির শাহদ, আনোয়ার, জামালগঞ্জ থানা ঘোড়া কমিটির বুরহান মিয়া, হেলাল, শান্তিগঞ্জ থানা ঘোড়া কমিটির ফরিদ মিয়া, আকবর আলী, বিশ্বরপুর থানা ঘোড়া কমিটির সালাম, হাবিবুর রহমান, তাহিরপুর থানা ঘোড়া কমিটির কামাল, সুজা মিয়া, দোয়ারাবাজার থানা ঘোড়া কমিটির বাবুল মিয়া, ফয়জুল মিয়া ছাতক থানা ঘোড়া কমিটির ফারুক মিয়া, আব্দুল কাদির, দিরাই থানা ঘোড়া কমিটির আরমুজ আলী, মেহির মিয়া, জগন্নাথপুর থানা ঘোড়া কমিটির আমিন মিয়া, বিশ্বনাথ থানা ঘোড়া কমিটির জাহিদ আলী, রুহুল আমিন, জালালাবাদ থানা ঘোড়া কমিটির হাজী নূর মিয়া, আসলম মিয়া, উসমনিনগর থানা ঘোড়া কমিটির মহন গং, দারা ভাষ্যকার নূর হোসেন প্রমুখ।