
রাইজিংসিলেট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। কমিশনের নির্দেশনায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়গুলো ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ করছে। ইসির পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ফলে গ্রাম থেকে শহর—সবখানেই নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, সিলেট বিভাগে এবার সবচেয়ে বেশি নতুন ভোটার যোগ হয়েছে।
নির্বাচন অফিসের তথ্য বলছে—সিলেট মহানগরসহ মোট ৪১টি উপজেলা, ৩৪০টি ইউনিয়ন ও ১৯টি পৌরসভা মিলিয়ে বিভাগে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন।
সিলেট জেলা
মোট ভোটার: ৩১,১৩,৩৯৬
পুরুষ: ১৬,২৪,৯৭০
নারী: ১৪,৮৮,৪০৮
হিজড়া: ১৮ জন
সুনামগঞ্জ জেলা
মোট ভোটার: ২২,৭৪,১০৩
পুরুষ: ১১,৭৭,৭২৬
নারী: ১০,৯৬,৩৪৪
হিজড়া: ৩৩ জন
মৌলভীবাজার জেলা
মোট ভোটার: ১৭,৭২,৬৮৮
পুরুষ: ৯,১৯,৮১৩
নারী: ৮,৫২,৮৬৭
হিজড়া: ৮ জন
হবিগঞ্জ জেলা
মোট ভোটার: ২০,০৭,৮৭৯
পুরুষ: ১০,৩২,৩৪৫
নারী: ৯,৭৫,৫০৬
হিজড়া: ২৮ জন