
রাইজিংসিলেট- সিলেট বিভাগে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগের চারটি জেলায় মোট ১৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া মোট রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭১ জনই হবিগঞ্জ জেলার। তবে আক্রান্তদের বড় একটি অংশ দেশের অন্যান্য স্থান, বিশেষ করে ঢাকা থেকে এসে হবিগঞ্জে শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সিলেটে ২৮ জন, মৌলভীবাজারে ২০ জন এবং সুনামগঞ্জে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসা নিচ্ছেন।