ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগরের তিন বিএনপি নেতাকে মৌলভীবাজারের বড়লেখা থেকে আটক করেছে র‌্যাব

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১০, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (৯ ডিসেম্বর) রাতে সিলেট মহানগরের তিন বিএনপি নেতাকে মৌলভীবাজারের বড়লেখা থেকে আটক করেছে র‌্যাব।পরবর্তীতে রবিবার (১০ ডিসেম্বর) সকালে তাদের সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে।

এরমধ্যে আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ গত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দিন ফল প্রকাশকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসভবনে হামলায় দায়ের করা মামলার অন্যতম আসামী। কল্লোল ও রাসেল বিএনপির চলমান আন্দোলনের নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আটককৃতরা হলেন – সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ।

১৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।