ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

rising sylhet
rising sylhet
অক্টোবর ২১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সিলেটে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী (২৫ অক্টোবর) শনিবার বিকেল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবারের বিক্ষোভ কর্মসূচী সফলের লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতি সভায় সোমবার রাতে মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বহু বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। কিন্তু আইনী ভিত্তি ছাড়া জাতির কাছে এই সনদের কোন মূল্য নেই। আমরা বার বার বলে আসছি জামায়াত ফেব্রæয়ারীতে নির্বাচন করতে প্রস্তুত। ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী মনোনীত করা হয়েছে। জামায়াত জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্খা পূরণের স্বার্থে নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার, ফ্যাসিস্টের সহযোগি দলসমূহের বিচার ও নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবী জানিয়ে আসছে। এই দাবীর সাথে দেশের প্রতিনিধিত্বশীল অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়ে রাজপথে যুগপৎ কর্মসূচী পালন করছে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এসব দাবীর ব্যাপারে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। বরং পুরো রাষ্ট্রযন্ত্র একটি দলের আনুগত্য পালনে ব্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অবাধ সুষ্টু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে।

তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাতবরণকারী ২ হাজার শহীদ ও ৩০ আহতের স্বপ্ন পূরণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ। অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ জামায়াত ঘোষিত ৫ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। ৫ দফা গণদাবিতে আগামী শনিবার (২৫ অক্টোবর) সিলেট মহানগর জামায়াত ঘোষিত বিক্ষোভ কর্মসূচী সফলের জন্য সিলেটবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।