
রাইজিংসিলেট- সিলেট মহানগর বিএনপি কমিটি বাতিল: গুজব নাকি সত্য? নেতাদের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সিলেট মহানগর বিএনপি ও আওতাধীন সব থানা কমিটি বিলুপ্ত করা হয়েছে। এতে ২২ আগস্ট ২০২৫ তারিখ উল্লেখ করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরও দেখা গেছে।
তবে বিষয়টিকে গুজব আখ্যা দিয়ে সিলেট মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, এই তথ্য মিথ্যা ও ভিত্তিহীন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি তথ্য। কারা, কী উদ্দেশ্যে এই ধরনের গুজব ছড়াচ্ছে, তা খতিয়ে দেখা উচিত। প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নানান রকম অপপ্রচার চালানো সম্ভব — আমাদের সজাগ থাকতে হবে।”
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “এটি একেবারেই বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। কোনো দলীয় সিদ্ধান্ত ছাড়াই মিথ্যা প্যাড ও জাল স্বাক্ষর ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
নেতারা সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।