ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৫, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দের নিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্টিত হয় ।

গতকাল ( মঙ্গলবার জানুয়ারি) মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম ।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশেষ করে আল হামরা শপিং সিটির নূরানী জুয়েলার্সে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণ উদ্ধার করার জন্য পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেছেন।ব্যবসায়ীরা জানিয়েছেন মার্কেটের সামনের রাস্তায় হকারদের উপস্থিতির কারণে তারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না, ফলে তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এছাড়া শহরের মার্কেট সমূহের সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবৈধ সিএনজি দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করছে।ব্যবসায়ী নেতৃবৃন্দ বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পুনরায় চালু করতে তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পুলিশ কমিশনার মহোদয় উনার বক্তব্যে বলেন, চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যহত আছে। ইতোমধ্যে চোরদের সনাক্ত করা হয়েছে এবং অতিদ্রুত তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে । তিনি ব্যবসায়ীদের মার্কেটে এবং দোকানে আধুনিক মানের ক্যামেরা, বিশেষত থ্রি সিক্সটি ডিগ্রী ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেছেন।

হকার উচ্ছেদ নিয়ে পুলিশ কমিশনার ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন এবং চূড়ান্তভাবে হকার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন।

এছাড়া, সিলেট শহরের রাস্তার যানজট নিরসন, ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

৫৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।