ঢাকাশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট যেন হয়ে ওঠেবে উৎসবের নগরী-পুরো গ্যালারি কানায় কানায় ভরপুর

rising sylhet
rising sylhet
জুলাই ১৪, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ক্রিকেটপ্রেমীর সরব পদচারণায় সিলেট যেন হয়ে ওঠেবে উৎসবের নগরী। পুরো গ্যালারি থাকবে কানায় কানায় ভরপুর।

বাংলাদেশ বনাম আফগানিস্তান টি- টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এমনই চিত্র দেখা গেলো সিলেটে । ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত ক্রীড়ামোদী হাজার হাজার দর্শকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ হাজারের অধিক দর্শক ধারণ ক্ষমতা রয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেল থেকেই নগরীর লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢল নামে দর্শকদের। ম্যাচ শুরুর আগে থেকেই বাহারী সাজে সেজে গ্যালারিতে প্রবেশ করেন তারা।

খেলা উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় বিকেল থেকেই দেখা দিয়েছে তীব্র যানজট। মহানগরীরর চৌহাট্টা, আম্বরখানা, শাহী ঈদগাহ, এয়ারপোর্ট রোডে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। আফগানিস্তানের টপ অর্ডারের চার ব্যাটার রান করতে পারেননি। তবে মিডল-লোয়ার মিডলে ভর করে ৭ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।

পরে ব্যাট করতে নেমে বাংলাদেশ খানিকটা চন্দপতন ঘটে। তিন ইউকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। রাত ম্যাচের অষ্টম অভারে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে। রাত আটটা পঞ্চাশ মিনিটে ফের শুরু হয় খেলা।

১২৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।