ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সরকারি পাইলট স্কুলে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল-২০২৫ সম্পন্ন হয়েছে। মাহফিল উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের উপর আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম. আব্দুল্লাহ। প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলাদ পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার এ.এস.এম. আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মিলাদ পরিচালনা কমিটির সভাপতি আভা রানী দেব, শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কবির খান, সাবেক সিনিয়র শিক্ষক মো. ফয়জুর রহমান, সিনিয়র শিক্ষক আ.ন.ম. সুফিয়ান ও সিনিয়র শিক্ষক মো. আবুল খয়ের। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ রহমান সামি, কাজী আহমদ, ইশফাকুর রহমান ও আব্দুল মহসিন আছনাফ এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নাজমুস সালেহীন, মেহেদী হাসান, মুয়াজ বিন মাহমুদ ও মো. আবু শাহাদাত মো. সাইফ।

২২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।