সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল-২০২৫ সম্পন্ন হয়েছে। মাহফিল উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের উপর আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম. আব্দুল্লাহ। প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলাদ পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার এ.এস.এম. আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মিলাদ পরিচালনা কমিটির সভাপতি আভা রানী দেব, শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কবির খান, সাবেক সিনিয়র শিক্ষক মো. ফয়জুর রহমান, সিনিয়র শিক্ষক আ.ন.ম. সুফিয়ান ও সিনিয়র শিক্ষক মো. আবুল খয়ের। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ রহমান সামি, কাজী আহমদ, ইশফাকুর রহমান ও আব্দুল মহসিন আছনাফ এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নাজমুস সালেহীন, মেহেদী হাসান, মুয়াজ বিন মাহমুদ ও মো. আবু শাহাদাত মো. সাইফ।