
সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডে গড়ে উঠেছে একটি প্রভাবশালী কিশোর গ্যাং। গ্যাংয়ের সদস্যরা এলাকায় একটি টর্চার সেল পর্যন্ত বানিয়েছে। গোটাটিকর এলাকা মোগলাবাজার থানার অন্তর্ভুক্ত হলেও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রম তুলনামূলকভাবে কম হওয়ায় গ্যাংটি আরও সক্রিয় হয়ে উঠছে।
স্থানীয় সূত্র জানায়, এই ২৭ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ সেক্রটারী হচ্ছেন- গোটাটিকর এলাকার আব্দুল করিমের পুত্র শিমুল ইসলাম। এই শিমুল ইসলামের সার্বিক তত্বাবধানে সেখানে গড়ে ওঠেছে একটি বড় ধরণর কিশের গ্যাং। যার নেতৃত্ব দিচ্ছে গোটাটিকরের আব্দুর করিমের পুত্র সাব্বির আহমদ ও মাসুম আহমদ।
স্থানীয়দের ভাষ্যমতে, তাদের তত্ত্বাবধানেই কিশোরদের নিয়ে গড়ে ওঠে বড় আকারের এই সংঘবদ্ধ দল।
অভিযোগ রয়েছে, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গ্যাং সদস্যরা স্থানীয় সুন্দর বন সেন্টারের পেছনের দোকানে আড্ডা জমায়। তারা মদ-গাঁজা সেবন ও বিক্রি করে মাতলামি করে। মাদক কেনার জন্য পথচারী ও শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। চাঁদা না দিলে শ্রমিক ও পথচারীদের ধরে নিকটস্থ টর্চার সেলে নিয়ে মারধর করে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে এই কিশোর গ্যাং আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বড় ধরনের অঘটন ঘটতে পারে। তাই তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।