রাইজিংসিলেট- সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ডোনা সীমান্ত এলাকায়।
নিহত যুবকের নাম শাকিল আহমদ (পিতাঃ আব্দুর রহিম ওরফে সোনার চান্দ)। তিনি কানাইঘাট উপজেলার পাত্তিছড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার।
বিজিবি সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন স্থানীয় যুবক সুপারি আনতে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রায় ৫০০ গজ প্রবেশ করেন। এ সময় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাকিল আহমদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।