
রাইজিংসিলেট- সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে যে, ভারতীয় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়েছে।
জামাল উদ্দিন কান্দলা বাংলাটিলা এলাকার বাসিন্দা এবং মৃত মকরম আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সারাদিনেও ফিরেননি। রাতের দিকে সীমান্ত টহলরত বিজিবি সদস্যরা বাংলাদেশের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ দেখতে পান।
এদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, জামালসহ কয়েকজন রাতে ভারতের অভ্যন্তরে সুপারি সংগ্রহ করতে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেখানেই খাসিয়াদের গুলিতে জামাল আহত হন এবং পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর মারা যান।
রবিবার ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।