
রাইজিংসিলেট- সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ। সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা ও বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে ভারতীয় সানগ্লাস, ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, শিং মাছসহ বিভিন্ন চোরাচালান পণ্য এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৭২৫ টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, এই অভিযানে আটক মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।