
রাইজিংসিলেট- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই সরকারি কর্মচারী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল ১১টার দিকে।
নিহতরা হলেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জুয়েল মিয়া ও মো. শব্দর আলী। জুয়েলের বাড়ি দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামে এবং শব্দর আলী পৌর শহরের হাসননগর ময়নার পয়েন্ট এলাকার বাসিন্দা।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই উভয়ের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।