
বুধবার রাতে দক্ষিন ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, সিলেট-৩ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুবসমাজের কর্মসংস্থান, প্রতিটি খাতেই বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমি কাজ করব। জনগণ আমাকে সুযোগ দিলে সৎভাবে, নিষ্ঠার সঙ্গে তাদের পাশে দাঁড়াব।
সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক-কে সমর্থন জানিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সমস্যাগুলো জানেন এবং সেগুলো সমাধানে তৃণমূলকে সঙ্গে নিয়েই অগ্রগতি সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
বক্তারা এম এ মালিকের উন্নয়ন ভাবনা, এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে তাঁর অঙ্গীকার এবং তৃণমূল নেতাকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সিলেট-৩ আসনের মানুষের সমস্যা, দুর্ভোগ ও উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো এম এ মালিক সবসময় দায়িত্বশীলভাবে তুলে ধরছেন। তাই আসন্ন নির্বাচনে তাঁর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব (জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদমর্যাদা) শাকিল মুর্শেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
জনসভায় সভাপতিত্ব করেন মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল করিম চৌধুরী রেজওয়ান।
মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মতিউর রহমান মুকুল এর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা বখতিয়ার আহমদ ইমরান, জাকারিয়া আরপিন ফয়সল, নাইমুল করিম খসরু, আলাউদ্দিন রিপন, শাহ আলম, ফখরুল ইসলাম পাপলু, হুসেন আহমদ খান ইরন, মোয়াজ্জেম হোসেন সাহেদ, সাইফুল ইসলাম ছুটন, মোজাম্মেল হোসেন চৌধুরী ইকবাল, দিলাল আহমদ, আব্দুস শহীদ সৈয়দ মিয়া, এহসান সাহেদ, আল কাওসার হাবিব টিটু, রিপন আহমদ, জামাল আহমদ, স্বপন, আব্দুল হাই সিরাজ, ইপু চৌধুরী কুটি, মাজহারুল ইসলাম রাসেল, তাজিবুর আহমদ, মাজহারুল ইসলাম রাসেল, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম মিটু, শেখরুল ইসলাম, টুটুল আহমদ, মনিরুজ্জামান চৌধুরী রাসেল, শামীম আহমদ, আব্দুল্লা আল মামুন, হোসাইন আহমদ সামি, নাহিদ, সৈয়দ আক্তার হোসেন ময়না, রুমেল, রিমন হাসান রিমু, নকিব, শাহান, আমিন, বাহার, জুনেদ, আহাদ, বাবলা, সাহেদ, আতিক, জয়নাল, হোসাইন, হৃদয়, মাহি, রিজভী, জাসিম, সাগর, সিয়াম প্রমুখ।