ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড

rising sylhet
rising sylhet
জুলাই ৩১, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্গঠনের একটি খসড়া প্রকাশ করেছে। দেশের ২৬১টি আসনের সীমানা অপরিবর্তিত থাকলেও ৩৯টি আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

সিলেট বিভাগে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে সিলেট-১ এবং সিলেট-৩ আসনে। প্রস্তাব অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড — ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ — এখন থেকে সিলেট-৩ আসনের আওতায় পড়বে। আগে এসব ওয়ার্ড সিলেট-১ আসনের অন্তর্ভুক্ত ছিল।

নির্বাচন কমিশনের কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে এই পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। তারা ভোটার সংখ্যা, ভৌগোলিক সংহতি ও প্রশাসনিক কাঠামোর বিষয়গুলো বিবেচনায় নিয়েছে।

৩০ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১ অনুযায়ী এই খসড়া তৈরি করা হয়েছে। এতে ২০২২ সালের জনশুমারি ও হালনাগাদ ভোটার তালিকার তথ্য ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, এবার প্রতি সংসদীয় আসনে গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। এই হিসাবে গাজীপুরে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে ভোটার সংখ্যা কম থাকায় একটি আসন কমানোর প্রস্তাব এসেছে।

যেসব আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো:

পঞ্চগড়: ১, ২

রংপুর: ৩

সিরাজগঞ্জ: ১, ২

সাতক্ষীরা: ৩, ৪

শরীয়তপুর: ২, ৩

ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯

গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬

নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫

সিলেট: ১, ৩

ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩

কুমিল্লা: ১, ২, ১০, ১১

নোয়াখালী: ১, ২, ৪, ৫

চট্টগ্রাম: ৭, ৮

বাগেরহাট: ২, ৩

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এসব নতুন সীমানার ভিত্তিতেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।