
আজ রবিবার (১৬ নভেম্বর) সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট–জৈন্তাপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি তার ভেরিফাইকৃত ফেসবুক পেজে লিখেন, সিলেট জেলা বিএনপির ছয়টি আসনের মধ্যে চারটির প্রার্থী ঘোষণা হলেও সিলেট-৪ ও সিলেট-৫ আসনের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তবুও কয়েকজন নেতা আগেভাগেই নিজেদের প্রার্থী হিসেবে দাবি করায় মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সেলিম লিখেন, “সিলেট-৪ আসনে এখনও কাউকে দলীয়ভাবে মনোনীত করা হয়নি। আমি সহ সবাই মনোনয়নপ্রত্যাশী। কিন্তু দল থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসার আগে কিছু ব্যক্তি নিজেদের প্রার্থী দাবি করায় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এ ধরনের আচরণকে তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে বলেন, এতে দলের অভ্যন্তরীণ ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে লিখেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত না নিলে নির্বাচনী মাঠে ভাঙনের ঝুঁকি বাড়বে।
নিজের অনুসারীদের প্রতি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে সেলিম আরও বলেন, মনোনয়ন চাইবার অধিকার আমাদের আছে, তবে সেটা যেন কোনোভাবেই দলের ক্ষতির কারণ না হয়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
পোস্টের শেষে তিনি দলীয় ঐক্যের প্রতিশ্রুতি ব্যক্ত করে লেখেন, “চূড়ান্ত মনোনয়ন যার—আমরাও তার। আমাদের প্রতীক ধানের শীষ। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবো। ধানের শীষের বিজয়ই আমাদের মূল লক্ষ্য।