ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের কড়া পাহারায়ও জাফলংয়ে অবৈধ কম্বল ও কসমেটিকসের ছড়াছড়ি

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৯, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ads

জাফলং এলাকায় কোনো কম্বল কারখানা না থাকলেও পর্যটন এলাকায় গেলেই রাস্তার পাশে দোকানগুলোতে কম্বল বিক্রির ধুম দেখা যাচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব দোকানে সস্তা দামে কম্বল বিক্রি হচ্ছে। দামে তুলনামূলক কম হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা এসব কম্বল কিনছেন।

এদিকে পর্যটকবাহী যানবাহন বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়ছে। গাড়িতে কম্বল বেশি থাকলে কখনো জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার কখনো আটকও করা হচ্ছে। অন্যদিকে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কড়া পাহারা থাকলেও কম্বলসহ নানা পণ্য সীমান্ত পেরিয়ে আসার অভিযোগ রয়েছে।

এই তালিকায় অস্ত্রও রয়েছে। সম্প্রতি জাফলং এলাকার একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ক্যাম্পসংলগ্ন জাফলং লালমাটি পর্যটন এলাকায় পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে আবাসিক হোটেলসহ একাধিক কসমেটিকসের দোকান। অথচ জাফলং বা পুরো সিলেট জেলায় কোনো কসমেটিকস কারখানা নেই। তবুও লালমাটি পর্যটন এলাকায় কসমেটিকস পণ্যের ছড়াছড়ি চোখে পড়ে। পর্যটক বাহী গাড়িতে অভিযান হলেও অভিযান হয়না লালমাটি পর্যটন এলাকার দোকান গুলোতে!

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আসা এসব কসমেটিকস পণ্য দোকানে ওঠার পর কার্যত ‘বৈধ’ হয়ে যায়। পরে দিন কিংবা রাতের সময় রাস্তার পরিস্থিতি বুঝে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

সেই লাইনম্যানের মুল হুতা কে? কার ইশারায় প্রশাসনকে ম্যানেজ করে লামানো হয় অবৈধ পণ্য – আসছে বিস্তারিত,,,,,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।