ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষককে ৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৪, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত থেকে আল আমিন নামে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই কৃষককে দিনাজপুরের বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকেলে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।

আল আমিন উপজেলার দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিকাল সাড়ে ৩টায় ওই সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আটক কৃষককে ছেড়ে দেয় বিএসএফ।

স্থানীয়রা জানান, সকালে এনায়েতপুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। সে সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়।

৪০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।