ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় হা ম লা, ভাই দুজন আ হ ত

rising sylhet
rising sylhet
জুন ২৮, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় হা ম লা, ভাই দুজন আ হ ত। সুনামগঞ্জ শহরে চাঁদা না পেয়ে দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আল আমীন ও ইসমাইল, দুজনেই শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের শহীদ মিনার এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন অনেকে। অভিযোগ রয়েছে, ওই এলাকায় প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দাবি করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ও যুবলীগকর্মী সুহেল মিয়া। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একদিন আগে কাপড় ব্যবসায়ী বিল্লাল আহমদকে মারধর করেন সুহেল ও তাঁর ভাই, ফল ব্যবসায়ী রয়েল মিয়া। বর্তমানে বিল্লাল সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পরদিন শুক্রবার সন্ধ্যায় বিল্লালের দুই ভাই আল আমীন ও ইসমাইল ঘটনাস্থলে গেলে সুহেল, রয়েলসহ কয়েকজন তাদের পথরোধ করে। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে দুই ভাইয়ের ওপর ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. সালাউদ্দিন জানান, আহত দুইজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। ইসমাইলের শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী ব্যবসায়ী বিল্লাল মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে শহীদ মিনার এলাকায় কাপড়ের দোকান চালাই। সুহেল প্রতিদিন ২০০ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে রাজি না হওয়ায় মারধর করে। এরপর আমার ভাইদের ওপর হামলা চালানো হয়। আমি ঘটনার সঠিক বিচার চাই।”

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।