
রাইজিংসিলেট- সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন সরদার (৫৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আহত হয়েছেন তাঁর বড় ভাই আজিমুল ইসলাম সরদার (৬০)। তাঁকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাকিতপুর গ্রামে সাইদুর রহমান ও শাহিনুর রহমান নামে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে একজন অপরজনকে ‘চোর’ বলে গালি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
সন্ধ্যার দিকে শাহিনুর রহমানের চাচা ইসলাম উদ্দিন স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজনের হামলার শিকার হন। খবর পেয়ে তাঁর ভাই আজিমুল ইসলামসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
সংঘর্ষে ইসলাম উদ্দিন ও আজিমুল ইসলাম আহত হন। পরে তাঁদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইসলাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আজিমুল ইসলামের অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।