ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবনে ৫ তরুণের কারাদণ্ড

rising sylhet
rising sylhet
জুন ২৬, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ads

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবনে ৫ তরুণের কারাদণ্ড। সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে পাঁচ তরুণ পর্যটককে ভ্রাম্যমাণ আদালত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়। ২৫ জুন (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি দল মধ্যনগর বাজার সংলগ্ন একটি হাউসবোটে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, কয়েকজন তরুণ সেখানে গাঁজা সেবন করছেন এবং উচ্চ শব্দে কথা বলে ও চিত্কার করে আশপাশের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। তিনি ঘটনাস্থলেই পাঁচ তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন ও আহমেদ মাহফুজ। তারা সবাই ছাত্র এবং টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সুনামগঞ্জে এসেছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “আমরা স্থানীয়দের কাছ থেকে খবর পাই যে কিছু তরুণ হাউসবোটে বসে মাদক সেবন করছে এবং আশপাশে চিৎকার করে পরিবেশ নষ্ট করছে। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করি এবং ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করি।”

তিনি আরও বলেন, “দণ্ডপ্রাপ্তরা নিজেদের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে আইন ভঙ্গের কোনো সুযোগ নেই। হাওরে পর্যটকদের শান্তিপূর্ণ ও নিরাপদ ঘোরাফেরা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত তদারকি ও অভিযান চালাবে।”

উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জ নয়, বরং সমগ্র দেশের অন্যতম একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। তাই এই এলাকায় যেকোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খল আচরণ রোধে প্রশাসনের তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।