রাইজিংসিলেট- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন রায়পুর গ্রামের আলাল মিয়ার তিন বছর বয়সী ছেলে সাকিন মিয়া এবং একই গ্রামের সাদিকুল মিয়ার পাঁচ বছর বয়সী মেয়ে নওশীন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে দুই শিশু বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। পরে বিকেল চারটার দিকে স্থানীয়রা ডোবার পানিতে সাকিনের এবং সন্ধ্যা ছয়টার দিকে নওশীনের নিথর দেহ উদ্ধার করেন।
ঘটনাটি নিশ্চিত করে পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. সোহেল মিয়া বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। দুই পরিবারের মাঝে গভীর শোক নেমে এসেছে।”
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, খবরটি তারা পেয়েছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।