
রাইজিংসিলেট- সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির ১৮টি ইউনিটে বিকল্প কমিটি ঘোষণা করেছেন দলের একাংশের বঞ্চিত নেতা-কর্মীরা। সম্প্রতি গঠিত কমিটিগুলোতে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে তারা এ ঘোষণা দেন। সোমবার (২০ জুলাই) শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নতুন কমিটি প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘোষিত কমিটিগুলোতে দলের নিবেদিত, ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে কিছু বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমদ, সাবেক সহসভাপতি আবদুল লতিফ জেপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান।
এ বিষয়ে সুনামগঞ্জ বিএনপির সদস্যসচিব পদমর্যাদার নেতা অ্যাডভোকেট আবদুল হক বলেন, “কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা না হয়। যদি তেমন কিছু ঘটে থাকে, আমরা তা তদন্ত করে দেখব।