ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভাতিজা`র হাতে চাচি খু ন!

rising sylhet
rising sylhet
জুন ১৪, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জের দোয়ারাবাজারে অশালীন আচরনের প্রতিবাদ করায় ভাতিজার হাতে চাচি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রুকশানা বেগম (৩৫) উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ফিরিজ আলীর স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়ে পুলিশ।

দোরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক  জানান, নিয়ামপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর বখাটে ছেলে জসীম উদ্দিন (২৬) তাঁর আপন চাচা ফিরিজ আলীর স্ত্রী রুকশানা বেগমের সাথে প্রায়সই অশালীন আচরন করে আসছিলো। চাচিকে উত্যক্ত করার অভিযোগে  জসীম উদ্দিনের বিরুদ্ধে একাধিকবার সালিশ হয়েছে বলে জানা যায়।

শুক্রবার রাত ৯ টার দিকে রুকশানা বেগম বারান্দায় বের হলে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেন জসীম উদ্দিন। এমন আচরনের প্রতিবাদ জানালে বখাটে ভাতিজা জসিম উদ্দিন ঘরে থেকে বটি দা এনে চাচি রুকশানা বেগমের মাথায় ও শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘাতক জসীম পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে সিলেট এম এজি ওসমানি মেডিকেলে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুকসানা বেগম।

খবর শুনে ঘটনাস্থল যায় দোয়ারাবাজার থানা পুলিশ। ঘাতক ভাতিজা জসীম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েন ওসি জাহিদুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।