ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

rising sylhet
rising sylhet
জুলাই ২, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ads

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

গত ৩০ জুন দুপুরে চালানো এই অভিযানে একটি টিনশেড ঘর থেকে পাওয়া পণ্যের মধ্যে রয়েছে ৪ হাজার ২৮৬টি শাড়ি, ১৩টি লেহেঙ্গা, প্রায় ৫ হাজার কসমেটিকস সামগ্রী ও ২০ হাজারের বেশি চকলেট। এসব পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এতে বিজিবির সদস্যদের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং পুলিশ সদস্যরা।

২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গত এক মাসে এই ব্যাটালিয়ন মোট ১৪ কোটি টাকার বেশি চোরাই ভারতীয় পণ্য আটক করেছে।

জব্দ করা পণ্যগুলো শুল্ক অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।