
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর সীমান্তে পরিত্যক্ত একটি গোদামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ জুন) মধ্যরাতে বিজিবির একটি টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উন্নতমানের ভারতীয় শাড়ি, লেহেঙ্গাসহ বিভিন্ন কাপড় জব্দ করা হয়।
বিকেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সুনামগঞ্জে ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি আগের তুলনায় অনেক বেশি তৎপর। গত এক মাসেই সাড়ে ১৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।