ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ হাসপাতালে আড়াই কোটি টাকার ওষুধ নষ্ট!

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়েছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এলেও ওষুধ সংকটে তাদের অধিকাংশকেই বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।

সম্প্রতি হাসপাতালের স্টোর রুমে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান মেলে। এসব ওষুধের মধ্যে রয়েছে Cefuroxime, Bisoprolol, Montelukast, Atorvastatin, Rabeprazole, Ceftriaxoneসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ—যেগুলোর মেয়াদ ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্টের মধ্যে শেষ হয়েছে। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

হাসপাতালের স্টোরে দায়িত্বে থাকা ব্যক্তিরা দায়িত্ব হস্তান্তর বা তদারকির ঘাটতির কথা জানালেও কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যেতে চান। স্টোর কিপার হিসেবে দায়িত্বে থাকা রাজন দে মূলত একজন অ্যানেসথেসিয়া টেকনিশিয়ান। নতুন স্টোর কিপার রুপম কুমার দাস দায়িত্ব পেলেও তাকে এখনো কাজ বুঝিয়ে দেওয়া হয়নি।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার দায় এড়াচ্ছেন। তদন্ত কমিটি গঠনের কথা বলা হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এই ঘটনায় সরকার যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা দ্রুত জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।