ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুপার ফোরে নেই সোহান মুখ খুললেন কোচ ফিল সিমন্স

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ads

নুরুল হোসেন সোহান চলমান এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফিনিশিং করেছিলেন । কিন্তু তারপরও সুপার ফোরে লঙ্কানদের বিপক্ষে একাদশে জায়গা পাননি তিনি। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল। তবে এবার সোহানের বাদ পড়া নিয়ে মুখ খুললেন কোচ ফিল সিমন্স।

সিমন্সের মতে, দলের ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার কারণেই টি-টোয়েন্টিতে দল ভালো করছে। এই সাফল্যকে তিনি উপভোগ করছেন।

তিনি বলেন, সবারই সময় আসে। রিশাদ ভালো বল করেও একাদশের বাইরে চলে গেছে। আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নামার চেষ্টা করছি। আগের ম্যাচ ভালো করেও আপনি বাদ পড়তে পারেন কম্বিনেশনের কারণে। ব্যাপারটা কঠিন, তবে একাদশ যেন সঠিকভাবে বেছে নেওয়া হয় সেই চেষ্টা করছি।

কোচ বলেন, বেশ ভালো যাত্রা। ক্যাপ্টেন কীভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে এটা আমারও বড় ভূমিকা ছিল। কোচরাও কৃতিত্ব পাবে। আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছি তারা যেন মাঠে নিজেদের মেলে ধরে। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরী, সবাই যেন নিজেদের স্কিল নিজের মতো দেখাতে পারে।

আগামীকাল রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের একাদশেও বেশকয়েকটি পরিবর্তন আসতে পারে। সেখানে সোহানের জায়গা হয় কিনা সেটাই দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।