
রাইজিংসিলেট- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গ্রুপ এ-র এই গুরুত্বপূর্ণ ম্যাচেই নির্ধারণ হবে কারা যাচ্ছে সুপার ফোরে। পাকিস্তানের জন্য এটি কার্যত একটি ‘ডু অর ডাই’ ম্যাচ।
গ্রুপ এ-র বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, ভারত ইতোমধ্যে ২ ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে। তাদের নেট রান রেট +৪.৭৯৩। পাকিস্তান এবং ইউএই উভয়েরই পয়েন্ট ২ হলেও, পাকিস্তানের নেট রান রেট +১.৬৪৯ এবং ইউএই’র -২.০৩০।
এই সমীকরণে পাকিস্তানের জন্য একটাই রাস্তা খোলা—জয়। ইউএই’র বিপক্ষে জিতলে ৪ পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে ভারতের সঙ্গী হবে। কিন্তু হারলে ২ পয়েন্টেই থেকে যেতে হবে এবং একইসঙ্গে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।
বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাও নেই। ফলে ভাগ্য নয়, পারফরম্যান্সেই নির্ধারিত হবে পাকিস্তানের ভবিষ্যৎ।
সব মিলিয়ে, পাকিস্তানের সামনে এখন একটাই লক্ষ্য—জয়। আর তা না হলে এবারের আসর থেকেই বিদায় নিতে হবে বাবর আজমদের।