
সিলেট নগরীর ঐতিহ্যবাহী সুবিদবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ২য় বার্ষিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় সুবিদবাজারের বনকলাপাড়া এলাকাস্থ খান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় ‘ন্যাশনাল থাই’ এবং রানার্সআপ হয় ‘স্পোর্টস জোন’।
সুবিদবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জুবায়ের আহমদ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক নূর এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাহবুব কাদির শাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সায়ীদ মোঃ আব্দুল্লাহ, উপদেষ্টা লল্লিক আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন মানিক, মোঃ শিহাব উদ্দিন (রিফাত স্যার), আব্দুল মুকিত রিপন, আব্দুল ওয়াদুদ মিলন, জুবায়ের আহমদ, নাবিন রাজা চৌধুরী, জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি তানজিল আহমেদ অনিক, সহ-সভাপতি ছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সোহান, কোষাধক্ষ্য শ্রী বিজিত লাল, দস্তর সম্পাদক আনিসুল হক মিলন, আইন বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুরুল আলম, মাস্টার হারুন, মৃদুল বাবু. বেলাল আহমদ, সবুজ মিয়া, কাউসার, নাজমুল, জসিম, লুৎফর, মামুন, জুনু প্রমুখ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দল এবং খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির সামাজিক দক্ষতা ও নেতৃত্বগুণ তৈরি করে। ইতিবাচক মানসিকতা তৈরির মাধ্যমে মানুষ সুশৃঙ্খল ও সুস্থ জীবন গঠনে খেলাধুলা একটি শক্তিশালী মাধ্যম। খেলাধুলা সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও দলগত মনোভাব তৈরি করে। এর মাধ্যমে সৌন্দর্যবোধ ও পারস্পরিক মিত্রতা রক্ষার মাধ্যমে আমাদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। বক্তারা সুবিদবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবছর ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের ভূঁয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।