
রাইজিংসিলেট- সুস্থ প্রজন্ম গড়তে চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান ড. ইউনূসের। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো পরিস্থিতি কিংবা চ্যালেঞ্জ থাকুক না কেন, একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়।
ড. ইউনূস বলেন, দেশের সার্বিক উন্নয়নে একটি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ অপরিহার্য। কিন্তু অসংক্রামক রোগের ক্রমবর্ধমান হুমকি আমাদের সেই লক্ষ্য অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশে ঘনবসতির কারণে সমস্যা আরও জটিল হয়ে উঠেছে।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগজনিত, যার মধ্যে ৫১ শতাংশ মানুষের মৃত্যু হয় ৭০ বছরের নিচে বয়সে। অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা ব্যয় ব্যক্তিগতভাবে বহন করতে হয়, যার ফলে অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
ড. ইউনূস আরও বলেন, এসব রোগ প্রতিরোধে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, অন্যান্য মন্ত্রণালয়গুলোরও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকারসহ বিভিন্ন খাতে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ জরুরি।
তিনি ‘যৌথ ঘোষণা’ বাস্তবায়নে সুস্পষ্ট পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি ও আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার ওপর জোর দেন।