ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা- যেসব ক্ষমতা প্রয়োগ করতে পারবেন!

rising sylhet
rising sylhet
জুলাই ১৩, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ১৩ জুলাই ২০২৫: সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এই ক্ষমতা কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সমমর্যাদার কর্মকর্তারাও প্রয়োগ করতে পারবেন। তারা দেশের যেকোনো স্থানে এই ক্ষমতা প্রয়োগের অধিকার রাখবেন। তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এই ক্ষমতা দেওয়া হয়েছে। এতে কার্যকর হবে ফৌজদারি কার্যবিধির মোট ১৬টি ধারা। নিচে ধারা অনুযায়ী কর্মকর্তাদের ক্ষমতা তুলে ধরা হলো:

অপরাধ দমন ও গ্রেপ্তার:

ধারা ৬৪: সেনা কর্মকর্তার সামনে অপরাধ ঘটলে তারা সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন।

ধারা ৬৫: নিজ এলাকার বাইরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন বা ওয়ারেন্ট জারি করতে পারবেন।

ধারা ৮৩ ও ৮৪: যেকোনো এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং প্রয়োজনে পুলিশকে নির্দেশ দিতে পারবেন।

ধারা ৯৫(২): ডকুমেন্ট, পত্র বা বার্তা সংগ্রহে পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষের সহায়তা নিতে পারবেন।

তল্লাশি ও উদ্ধার অভিযান:

ধারা ১০০: বেআইনিভাবে আটক ব্যক্তি উদ্ধারে যেকোনো জায়গায় তল্লাশি চালাতে পারবেন।

ধারা ১০৫: তল্লাশির জন্য নিজেই সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন।

শৃঙ্খলা ও নিরাপত্তা:

ধারা ১০৭: শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবেন।

ধারা ১০৯: সন্দেহভাজন ব্যক্তিকে সঠিক আচরণ নিশ্চিত করতে বাধ্য করতে পারবেন।

ধারা ১১০: অভ্যাসগত অপরাধীর কাছ থেকে সদাচরণের মুচলেকা নিতে পারবেন।

ধারা ১২৬: ওই মুচলেকা বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা বা সমন জারি করতে পারবেন।

সমাবেশ নিয়ন্ত্রণ:

ধারা ১২৭: বেআইনি জনসমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন।

ধারা ১২৮: প্রয়োজনে পুলিশসহ বেসামরিক বাহিনী ব্যবহার করতে পারবেন।

ধারা ১৩০: সেনাবাহিনীর অন্যান্য ইউনিটকে সমাবেশ নিয়ন্ত্রণে ব্যবহারের নির্দেশ দিতে পারবেন।

স্থানীয় সমস্যা নিয়ন্ত্রণ:

ধারা ১৩৩: স্থানীয় উপদ্রব বা জনদুর্ভোগ রোধে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন।

এই মেয়াদ বৃদ্ধির ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করা যাবে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।