ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে মাল্টা

rising sylhet
rising sylhet
জুলাই ৩০, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে মাল্টা। দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা ঘোষণা দিয়েছে, আসন্ন সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময় ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। স্থানীয় সময় ২৯ জুলাই সন্ধ্যায় এ ঘোষণা দেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।

ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে আসা সাম্প্রতিক বার্তার পরপরই এই সিদ্ধান্তের কথা জানালো মাল্টা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের ঘোষণার প্রেক্ষিতেই মাল্টাও নিজ অবস্থান স্পষ্ট করলো।

একটি ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী আবেলা বলেন, “মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমাদের প্রতিশ্রুতি ও অবস্থান পরিষ্কার—আমরা শান্তির পক্ষে।”

দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চাপ বাড়ছিল। ক্ষমতাসীন দলের ভেতর থেকেই এই বিষয়ে জোরালো মত উঠে আসে, আর মধ্য-ডানপন্থি বিরোধী দল জুলাইয়ের মাঝামাঝি সময়েই মাল্টাকে দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, এর আগে গত মে মাসে জাতিসংঘের একটি সম্মেলনে প্রধানমন্ত্রী আবেলা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদিও পরে সেই সম্মেলন স্থগিত হয়ে যায়। একই মাসে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

যুক্তরাজ্যের পক্ষ থেকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কঠোর বার্তা এসেছে। প্রধানমন্ত্রী স্টারমার এক সংবাদ সম্মেলনে বলেন, যদি ইসরায়েল গাজা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতি চুক্তিতে না আসে এবং দ্বিরাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তবে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।