ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সেবারদূতের উদ্যোগে মাদ্রাসায় ব্লাড গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন

rising sylhet
rising sylhet
অক্টোবর ২০, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

সোমবার (২০ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসায় সেবারদূত সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

ব্যতিক্রমী এই আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালিত হয়। পাশাপাশি মাদ্রাসার ছোট ছোট ছাত্র-ছাত্রীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়েছে।

উক্ত আয়োজনে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সংগঠনের অর্থ-সম্পাদক হাফিজ মাওলানা আহসান হাবীব এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সেবারদূত সামাজিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান মোনায়েম, উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) মোহাম্মদ ইমন, সহ-অর্থ সম্পাদক এ আর রাহিম, সহ-প্রচার সম্পাদক মোঃ ফখরুল আমিন, সদস্য তানভীর আহমদ, আরিফ আহমদ, ও মমশাদ রিফাত। এছাড়াও লক্ষীপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ মাদ্রাসার একাধিক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আখতার চৌধুরী চ্যারিটির পক্ষ থেকে সংগঠনের লগো সম্বলিত প্রিন্ট করা মগ বিতরণ করা হয় অতিথি ও উপস্থিত সংগঠনের সদস্যদের মধ্যে।
বক্তারা তরুণ সমাজকে মানবসেবায় উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা ও দায়িত্ববোধ ছড়িয়ে দিতে সংগঠনটি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।