
সোমবার (২০ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসায় সেবারদূত সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
ব্যতিক্রমী এই আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালিত হয়। পাশাপাশি মাদ্রাসার ছোট ছোট ছাত্র-ছাত্রীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়েছে।
উক্ত আয়োজনে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সংগঠনের অর্থ-সম্পাদক হাফিজ মাওলানা আহসান হাবীব এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সেবারদূত সামাজিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান মোনায়েম, উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) মোহাম্মদ ইমন, সহ-অর্থ সম্পাদক এ আর রাহিম, সহ-প্রচার সম্পাদক মোঃ ফখরুল আমিন, সদস্য তানভীর আহমদ, আরিফ আহমদ, ও মমশাদ রিফাত। এছাড়াও লক্ষীপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ মাদ্রাসার একাধিক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আখতার চৌধুরী চ্যারিটির পক্ষ থেকে সংগঠনের লগো সম্বলিত প্রিন্ট করা মগ বিতরণ করা হয় অতিথি ও উপস্থিত সংগঠনের সদস্যদের মধ্যে।
বক্তারা তরুণ সমাজকে মানবসেবায় উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা ও দায়িত্ববোধ ছড়িয়ে দিতে সংগঠনটি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।