ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

কোপা দেল রের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। একই প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত আটবার কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছে ভ্যালেন্সিয়া। সবশেষ বার্সাকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল দলটি। আবারও তাদের সামনে বার্সা বাধা। তবে পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে বার্সা। ৬২ ম্যাচে বার্সার ৩৩ জয়ের বিপরীতে মাত্র ১২ জয় ভ্যালেন্সিয়ার।

লা লিগায় পয়েন্ট টেবিলের তিনে থাকলেও দুর্দান্ত ছন্দে রয়েছে কাতালানরা। সদ্যই সুপার কাপের শিরোপা জেতা দলটা কোপা দেল রেতেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। এবার তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

এই ম্যাচকে সামনে ২০ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে স্প্যানিশ জায়ান্টরা। যেখানে জায়গা পেয়েছেন দানি ওলমো।

ভ্যালেন্সিয়া ম্যাচের জন্য বার্সেলোনার স্কোয়াড: কিউবারসি, বালদে, আর. আরাউজো, আই. মার্টিনেজ, ফেরান, পেদ্রি, লেভানডোসকি, রাফিনিয়া, ইনাকি পেনা, পাবলো তোরে, ফার্মিন, এম. কাসাড্টো, ওলমো, লাউমিন, জুল অলিভিয়ে কুন্দে, এরিক গার্সিয়া, ভয়েচেখ শ্টেন্সনে, দিয়েগো কোচেন, হেক্টর ফোর্ট, এবং জেরার্ড মার্টিন।

এদিকে ২০২০-২১ মৌসুমে কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা। এখন পর্যন্ত ৩১ বার কোপা জিতেছে তারা। রাফিনিয়া, লেভান্দোভস্কিরা ফিরেছেন পুরনো ছন্দে। ইনজুরির কারণে বার্সা গোল্পোস্টের নিচে দেখা যাবে না স্টেগানকে। তবে সুখবর হলো এই ম্যাচ দিয়ে ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরছেন দানি ওলমো।

২৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।