
রাইজিংসিলেট- এ পর্যন্ত ৩টি এয়ারলাইন্সের মোট ২০৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী। অন্যদিকে এবার হজে গিয়ে সৌদি আরবে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (২৯ মে) গাজীপুর পূর্ব টঙ্গীর আবুল কালাম আজাদ (৬২), মাদারীপুর সড়ক সদরের মোজলেম হাওলাদার (৬৩) ও জয়পুরহাট পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩) মক্কায় মারা গেছেন। তারা সবাই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
শনিবার (৩১ মে) হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এসব তথ্য জানা গেছে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি, সৌদি এয়ারলাইন্সের ৭৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি।
আগামী ৫ জুন (চাঁদ দেখা সাপেক্ষে) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২৯ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।
হজ শেষে আগামী ১০ জুন হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১০ জুলাই দেশে ফেরার ফ্লাইট শেষ হবে।