ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌর ব্যতিচারে সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে স্যাটেলাইট সম্প্রচার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে দেশের স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে প্রতিদিন কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটতে পারে।

এই সময়টিতে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিটের মধ্যে বিভিন্ন মেয়াদে সিগনাল ড্রপ বা দুর্বলতা দেখা দিতে পারে। সবচেয়ে দীর্ঘ বিঘ্নের সম্ভাবনা রয়েছে ২ ও ৩ অক্টোবর (প্রায় ১৩ মিনিট)। অন্যান্য দিনগুলিতে বিঘ্নের সময়সীমা ৩ থেকে ১২ মিনিট পর্যন্ত হতে পারে।

বিএসসিএল বলেছে, সৌর ব্যতিচার হলো একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা প্রতিবছর দুইবার ঘটে। এটি তখনই ঘটে যখন সূর্য, উপগ্রহ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, ফলে সূর্যের অতিরিক্ত তেজস্ক্রিয়তা উপগ্রহের সংকেতে প্রভাব ফেলে।

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবায় ব্যবহৃত হচ্ছে। এই সময়টিতে প্রযুক্তিগত সতর্কতার পাশাপাশি বিকল্প প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে আগাম সতর্ক করা হয়েছে।

বিএসসিএল জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তাও প্রদান করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।