ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শুদ্ধ বানান চর্চার মাধ্যমে মাতৃভাষা আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। কারণ এটি ভাষার নির্ভুল প্রয়োগ নিশ্চিত করে এবং ভাষার সৌন্দর্য ও অর্থের সঠিকতা বজায় রাখে। শুদ্ধ বানানের অনুশীলন ভাষার মান বৃদ্ধি করে, যা মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং এর যথাযথ প্রসারের জন্য অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বাংলা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত। বাংলাকে আরও এগিয়ে নিতে শুদ্ধ চর্চা করতে হবে। বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদের সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই ভাষাকে আরও এগিয়ে নেয়া সম্ভব। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজের হলরুমে বাংলা স্পেলিং বি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব এবং প্রভাষক পিয়াব্রত কৈরী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক সাদ্দাম হোসেন ও প্রভাষক মো. সাগর আহমেদ। প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন আইসিটি বিভাগের প্রভাষক তাহসিনুর রহমান। সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন প্রভাষক আলী আকবর। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার।

সকাল থেকে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে তিনটি ক্যাটাগরিতে স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাংলা বানান, দক্ষতা, উচ্চারণ এবং প্রমিত উচ্চারণের প্রেজেন্টেশন স্কিল যাচাই করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদে হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক সহ অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।