
রাইজিংসিলেট- টেলিভিশনের পরিচিত মুখ শাহরিয়ার নাজিম জয়, যিনি শুধুমাত্র অভিনয়েই নয়, বিভিন্ন ইস্যুতে খোলামেলা বক্তব্য দিয়ে প্রায়ই আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকার কারণে মাঝে মাঝেই তাকে সমালোচনা ও বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয়।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে জয় লিখেছেন, “আমি যদি দোষী হতাম, তাহলে নিশ্চয়ই চুপ করে থাকতাম, কিছু বলতাম না। অথচ আমি খোলাখুলি কথা বলি, স্ট্যাটাস দেই – আর তাতেই গালি খেতে হয়, ভয়ও দেখায় কেউ কেউ। যারা চুপ থাকে, তাদেরকে কেউ অপরাধী ভাবে না, গালিও দেয় না।”
তার এই পোস্টে অনেকেই সহমত প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “আপনার মতো সৎ সাহস সবাই রাখে না।” আরেকজন লিখেছেন, “আপনাকেই যদি মানুষ গালি দেয়, তবে আমাদের অবস্থাটা তো আরও কঠিন।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।