ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী ও নবজাতককে দেখতে গিয়ে হা ম লা র শিকার সা বে ক ছাত্রলীগ নেতা

rising sylhet
rising sylhet
জুলাই ১৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী ও নবজাতক সন্তানকে হাসপাতালে দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন কবিরহাট পৌরসভার সাবেক ছাত্রলীগ নেতা রুহিন ওয়াজেদ ভূঁইয়া। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে কোম্পানীগঞ্জ থানা থেকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়।

রুহিন কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল আওয়ালের ছেলে। তিনি কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হন। দুই মাসের কারাভোগ শেষে ১৪ জুলাই বিকেলে কোম্পানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রীর প্রথম সন্তানের জন্ম হয়। স্ত্রী ও সন্তানকে দেখতে গেলে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা তাকে মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, “কোম্পানীগঞ্জ থানা থেকে জানানো হয়, একজনকে সোপর্দ করা হয়েছে। এরপর আমরা ফোর্স পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।