
রাইজিংসিলেট- স্ত্রী হ ত্যা র দায়ে স্বামীর মৃ ত্যু দ ণ্ড। নওগাঁ জেলার নিয়ামতপুরে যৌতুকের দাবিতে স্ত্রী রাণী বেগমকে হত্যার দায়ে স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ দুপুর ১২:৩০টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসাইন এই রায় ঘোষণা করেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ঘটনার পটভূমি: ২০০৭ সালে পারিবারিকভাবে রাণী বেগমের সঙ্গে মোস্তাফিজুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ টাকা, ভ্যান ও সেলাই মেশিন দেয়া হয়।
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শারীরিক নির্যাতন চলতে থাকে। এক পর্যায়ে তালাক, আবার পুনরায় মিলন।
কিন্তু ২০১৫ সালের ১০ আগস্ট রাতে মাত্র ৫০ হাজার টাকার জন্য মোস্তাফিজুর কাঠের খাটিয়া দিয়ে মাথায় আঘাত করে রাণী বেগমকে হত্যা করেন।
পরদিন নিহতের বাবা আনিছুর রহমান থানায় মামলা দায়ের করেন।
মামলার রায়: ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণে মোস্তাফিজুরের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
আদালত বলেন, অন্যায় করে কেউ পার পাবে না – এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।