ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা পাঠাগারে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক সেমিনার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

পবিত্র কোরআনে মানুষের জীবনের দিকনির্দেশনার পাশাপাশি পশু-পাখীর জীবন থেকেও নানা শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মবনু বলেছেন, আল্লাহ তায়ালা কোরআনে গরু, উট, কাক, মৌমাছি, পিপড়া, হাতি, হুদহুদ পাখিসহ অনেক প্রাণীর কাহিনি তুলে ধরেছেন। এগুলো নিছক কাহিনি নয়, বরং মানুষের জীবনের জন্য শিক্ষা ও উপদেশ।

তিনি বলেন, সূরা বাকারার মাধ্যমে আমরা শিখি, অযথা তর্ক-বিতর্ক নয়, বরং সত্যকে গ্রহণ করা উচিত। কাকের কাহিনি প্রমাণ করে, মানুষ কখনও কখনও পশুর কাছ থেকেও শিক্ষা নেয়। মৌমাছির জীবন আমাদের দেখায় কিভাবে সুশৃঙ্খল পরিশ্রম ও উপকারী জীবন যাপন করতে হয়। আশহাবে ফিলের ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহর কুদরতের কাছে কোনো শক্তিই টিকতে পারে না। আবার পিপড়া ও হুদহুদ পাখির উদাহরণ থেকে আমরা শিখি শৃঙ্খলা, সতর্কতা, যোগাযোগ ও নেতৃত্বের শিক্ষা।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও ভোগবাদী জীবনে মানুষ প্রকৃতি ও প্রাণিজগতকে অবহেলা করছে। অথচ কোরআনে উল্লেখিত এসব প্রাণীর জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তবে সমাজে শান্তি, ভারসাম্য ও নৈতিকতা প্রতিষ্ঠিত হতে পারে। পশু-পাখীর জীবন নিয়ে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, তা শুধু ধর্মীয় কাহিনি নয়; বরং আধুনিক যুগেও এর গুরুত্ব অপরিসীম।

তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্বপ্নপুরী পাঠাগারের পরিচালক মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম হিরণ, সুমন চৌধুরী, মরিয়ম মহল মনী, পাঠাগারের মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত, লাইব্রেরীয়ান কানিজ ফাতেমা চৌধুরী।

অনুষ্ঠানে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আছিফা রহমান ও আহনাফ আহমেদ রাহীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।