
রাইজিংসিলেট- স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হলো আসামি ধরে সর্বোচ্চ বিচার নিশ্চিত করা। অথচ সেই দায়িত্বে থেকেও জনগণের বিরুদ্ধে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তার মতে, এমন পরিস্থিতিতে জনগণ চাইলে সংশ্লিষ্ট উপদেষ্টার পদত্যাগের দাবিতে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করতেই পারে।
তিনি আরও বলেন, এটি আবেগের বহিঃপ্রকাশ মাত্র এবং এতে তাকে কোটিপতি ভাবার কোনো কারণ নেই। প্রয়োজনে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ওই অর্থ সংগ্রহ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।