
রাইজিংসিলেট- স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের আগ্রহ বাড়ে, ফলে স্বর্ণের চাহিদা কমে যায়। এর প্রভাবে মঙ্গলবার (২৪ জুন) স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৩,৩৫১.৪৭ ডলারে। একই সময়ে সিলভারের দাম ০.১ শতাংশ কমে ৩৬ ডলার, প্লাটিনাম ০.২ শতাংশ কমে ১,২৯২ ডলার এবং প্যালাডিয়াম ০.৪ শতাংশ কমে ১,৭৩৩ ডলারে নেমে আসে। মার্কিন গোল্ড ফিউচারের দাম ০.৯ শতাংশ কমে দাঁড়ায় ৩,৩৬৫.৩০ ডলারে।
বিশ্ববাজার বিশ্লেষক ইলিয়া স্পিভাক জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমায় স্বর্ণবাজারে ভূ-রাজনৈতিক ঝুঁকি কিছুটা হ্রাস পেয়েছে।
ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ইরান বিষয়টি নিশ্চিত করলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘোষণার পর বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে, তবে তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে।
এদিকে, ফেডারেল রিজার্ভের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শ্রমবাজারের চাপের কারণে সুদের হার কমানোর সময় ঘনিয়ে এসেছে। তবে ফেড চেয়ার জেরোম পাওয়েল এখনো এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
সাধারণত স্বর্ণের দাম অস্থিরতা ও কম সুদের হারে বাড়ে, তবে বর্তমান পরিস্থিতিতে স্বল্পমেয়াদে দরপতন লক্ষ্য করা যাচ্ছে।