কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট নগরবাসী। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘের ডাক শোনা যাচ্ছিল। রাত সোয়া ১০টায় নগরীতে বৃষ্টি শান্তির পরশ বুলিয়ে দেয়। এর কিছুক্ষণ পর হয় শিলাসহ বৃষ্টি। প্রায় দশ মিনিট এ শিলাবৃষ্টি হয়।
ঈদের কেনাকাটা করতে আসা মানুষ বৃষ্টিতে কিছুটা বিপাকেও পড়েন। মার্কেট কিংবা দোকানে যাওয়ার পথে অনেককে থেমে যেতে হয় । এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।
ঈদ উৎসবের বাকি আছে হাতেগোনা কয়টা দিন। তাই বৃষ্টি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও তা উৎসবপ্রেমীদের আটকে রাখতে পারেনি।
বুধবার রাত পৌনে ১১টায় প্রতিবেদন লেখার সময় বৃষ্টি থামায় ফের ক্রেতাদের ঢল দেখা গেছে মার্কেটে।
৮৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।