
সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃ দুই নেতা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ছালিক মিয়া এবং একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।
বুধবার দোয়ারাবাজার থানাপুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দোয়ারাবাজার থানাপুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জাহিদুল হক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।