স্মার্টফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়া এখন একটি সাধারণ সমস্যা। আর প্রিয় গ্যাজেটটি হারালে বেকায়দায় পড়তে হয়। কেননা, এখন নিত্যদিনের নানা কাজ ফোন দিয়েই করা হয়। তাই স্মার্টফোন হারালে উদভ্রান্তের মতো লাগে।
ফোন চুরি বা হারালে এতে থাকা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্যও বেহাত হতে পারে। তাই ব্যবহারকারীরা যাতে অনায়াসে নিজেদের ফোন খুঁজে পান, তার জন্ অ্যানড্রয়েড ফোনের জন্য বিশেষ ফিচার দিয়েছে গুগল। যার নাম ফাইন্ড মাই ডিভাইস (Find My Device)।
এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। শুধু তা-ই নয়, এর সাহায্যে ফোন লক করা তো যাবেই, এমনকি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে নানান তথ্য, ছবি ও ভিডিও মুছে পর্যন্ত ফেলা যাবে।
যদিও এই পরিস্থিতিতে ফাইন্ড মাই ডিভাইস ফিচার ব্যবহার করার জন্য নিজের সমস্ত ডিভাইসে এই ফিচার সেট-আপ করতে হবে। যাতে ফোন হারিয়ে গেলে তা পাওয়ার জন্য এই ফিচার ব্যবহার করা যায়।
গুগলের ফাইন্ড মাই ডিভাইস ফিচার সেট-আপ করার উপায় জেনে নেওয়া যাক।
ব্যবহারকারীর ডিভাইসের লোকেশন ট্র্যাক করার জন্য লোকেশন সার্ভিসেসের প্রয়োজন হয় ফাইন্ড মাই ডিভাইসের। এবার Settings > Location-এ গিয়ে লোকেশন সার্ভিসেস অন করতে হবে।
নিশ্চিত করতে হবে যে, অ্যান্ড্রয়েড ডিভাইসে যেন অ্যানড্রয়েড ৪.১ অথবা তার হায়ার ভার্সন চলে।
প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।
ব্যবহারকারীর ডিভাইস তার গুগল অ্যাকাউন্টের সঙ্গে যেন লিঙ্কড থাকে। এটা জরুরি।
এবার ফাইন্ড মাই ডিভাইস এনেবল করতে হবে: এর জন্য Settings > Google > Find My Device- এ যেতে হবে।
সঠিক লোকেশন ডেটার জন্য ব্যাকগ্রাউন্ডে Find My Device চালিয়ে রাখতে হবে। সেই সঙ্গে এর জন্য অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন, ওয়াই-ফাই অথবা মোবাইল ডেটা অন থাকতে হবে।
Find My Device অন আছে কি না, দেখতে হবে।
lost
Find My Device ফিচার ব্যবহারের উপায়
ফোন হারিয়ে গেলে অন্য ডিভাইস থেকে Find My Device ওয়েবসাইট ওপেন করতে হবে। অথবা অন্য অ্যানড্রয়েড ডিভাইসে Find My Device অ্যাপ ডাউনলোড করতে পারেন।
একবার সাইন-ইন করা হলে ফাইন্ড মাই ডিভাইস একটি ম্যাপের মধ্যে ব্যবহারকারীর হারানো ডিভাইসকে খোঁজার চেষ্টা করবে। ডিভাইসের কানেক্টিভিটি এবং লোকেশন সেটিংসের মতো একাধিক ফ্যাক্টরের উপর নির্ভর করে লোকেশনের নির্ভুলনতা।
এরপর নিজের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। হারিয়ে যাওয়া ডিভাইসের সঙ্গে লিঙ্ক করা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এটা ব্যবহারকারীর ডিভাইসের তথ্য সিস্টেম ব্যবহার করার অনুমতি পায়।
এবার বেছে নিতে হবে নিম্নলিখিত বিষয়গুলো-
এই অপশনের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস ৫ মিনিটের জন্য ফুল ভলিউমে বেজে উঠবে, এমনকি তা সাইলেন্ট অথবা ভাইব্রেশন মোডে থাকলেও।
ইরেজ ডিভাইস
সর্বশেষ বিকল্প অনুসারে নিজের ডিভাইস মুছে দিতে হবে। পুরোপুরি সমস্ত ডেটা, অ্যাপ, ফাইল ডিলিট করা সম্ভব।
সিকিউর ডিভাইস
যদি মনে হয় কেউ ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করছেন, তাহলে তিনি দূরে বসেও ডিভাইস লক করে দিতে পারেন।
ব্যাটারি এবং নেটওয়ার্ক পরীক্ষা করা
ব্যবহারকারীর ডিভাইসের ব্যাটারি লেভেল এবং নেটওয়ার্ক কানেকশনের বিষয়ে রিয়েল-টাইম ইনফরমেশন দিতে পারে Find My Device ।