
রাইজিংসিলেট- সড়ক নির্মাণে অনিয়ম ঘিরে উ ত্তে*জ না, গ ণ পি টু নি র শিকার এলজিইডি কর্মী। পঞ্চগড়ের বোদা উপজেলার গাইঘাটা এলাকায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের বিপরীতে এলজিইডির এক কর্মচারী অনিয়ম অস্বীকার করলে তার ওপর চড়াও হন উত্তেজিত জনতা।
ঘটনাটি ঘটে শনিবার (২ আগস্ট) বিকেলে ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা গ্রামে। জানা গেছে, ওই এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি সড়কের নির্মাণকাজ চলছে। দীর্ঘদিন ধরেই নিম্নমানের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এদিন কাজ চলাকালে স্থানীয়রা তা বন্ধ করে দেন।
পরে উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্য-সহকারী জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান এবং তিনি কাজের অনিয়ম অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ নেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসী এবং একপর্যায়ে তাকে মারধর করেন। তিনি পাশের একটি ধানক্ষেত পার হয়ে স্থানীয় এক বাড়িতে আশ্রয় নিয়ে পরিস্থিতি থেকে রক্ষা পান।
ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, দীর্ঘদিন ধরে কাজ ঝুলে আছে এবং মানহীনভাবে কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি নিজেও কাজ বন্ধে সহযোগিতা করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বীকার করা হয়, বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু জমে থাকলেও পরিষ্কার না করেই কার্পেটিং করা হয়, যার ফলে রাস্তার উপর থেকে সেই আস্তরণ উঠে গেছে।
এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, তিনি কাজ তদারকির জন্য এসেছিলেন এবং সাংবাদিকদের অনিয়ম হয়নি বলে জানানোর পর জনতা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।
জেলা নির্বাহী প্রকৌশলী বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে কর্মকর্তার ওপর হামলার বিষয়টি এখনো তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানান, অভিযোগ যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।